দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ ও পাঁচটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ হবে।
পাঁচটি পৌরসভা হল- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। এছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
এর মধ্যে নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহণকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথ। বুধবার দুপুরে জিলা স্কুল মাঠ থেকে কেন্দ্রগুলোতে ভোট সামাগ্রী পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলকার নাঈম। গত ৩ নভেম্বর কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।