গাজীপুর-৫ সংসদীয় আসন থেকে এমপি হতে মনোনয়নপত্র তুলেছেন তৃতীয় লিঙ্গের উর্মি। ১৯ নভেম্বর জেলা রিটার্নিং কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে মনোনয়ন তুলেছেন বলে জানিয়েছেন উর্মি।
গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ী এলাকার ফাইজ উদ্দিনের সন্তান উর্মি। বিএসপি নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। দলটির নির্বাচনি প্রতীক একতারা।
উর্মি বলেন, আমি কাগজপত্র ঠিকঠাক করছি। আগামীকাল মনোনয়ন জমা দেব। সবার কাছে দোয়া ও ভোট চাই।
গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ-সদস্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। ডাকসুর সাবেক ভিপি, জিএস, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আখতারউজ্জামান, গণফোরাম প্রার্থী সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আল আমিন দেওয়ান নির্বাচন করবেন বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।