হাইকোর্টের রায়ে বৈধতা পেলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী অখিল চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে মুঠোফোনে প্রার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ঋণ খেলাপির কারণে অখিল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করেন অখিল চন্দ্র রায়।
গত রোববার (৫ ডিসেম্বর) বিকেলে তার আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম।
পরে নৌকা মার্কার প্রার্থী অখিল চন্দ্র রায় হাইকোর্টে রিট আবেদন করলে তার প্রার্থীতার বৈধতা দেন হাইকোর্ট ডিভিশন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।