ঠাকুরগাঁওয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ দফায় জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টি অংশ নিলেও দলীয়ভাবে মাঠে নেই বিএনপি ও জাপার কোন প্রার্থী।দুটি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯৮ জন।
মোট ভোট কেন্দ্র ৯৯টি। এছাড়া এ দুটি উপজেলার এগারটি ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী।
২নং ওয়ার্ডের ফাতেমা বেগম(১২৫) জানান,ভোট স্বাভাবিক ভাবে সম্পন্ন হচ্ছে।নিজের ভোট নিজের মত করে দেওয়ার প্রসেস কে সাধুবাদ জানাচ্ছি।
সুষ্ঠভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।