মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধি: আসন্ন ২ নভেম্বর ডোমার পৌরসভা নির্বাচনে ৬.৭ ও ৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী উম্মেকুলসুম চশমা মার্কা প্রতীক বরাদ্দ পান । ১৮ অক্টোবর সকালে ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন ।ডোমার উপজেলা নির্বাচনে অফিস।

উম্মেকুলসুম বর্তমানে ডোমার পৌরসভার ৬.৭ও৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে ৪ বারের মহিলা কাউন্সিলর । তার গ্ৰাম: চিকনমাটি ধনি পাড়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। উম্মেকুলসুম সবসময় জনগণের পাশে থাকতে ভোটে দাড়ায় । সে এবার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী ।

তিনি আরো বলেন যে ৬.৭ও৮ নং ওয়ার্ডের এলাকার সাধারণ মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেন তিনি। মানুষের বিপদে এগিয়ে আসা, সুখে দুখে মানুষের পাশে থাকা এবং মিষ্টিভাষী হওয়ার কারনে প্রথম নির্বাচন থেকেই তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে থাকেন এলাকার সাধারন মানুষ। এলাকার জনগন চাইলে তিনি বাকী জীবনটা পৌরবাসীর সান্বিদ্ধে থেকে সেবা করে কাটাতে চান।