২১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার। তবে এবারে মিলেছে অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ৮ উইকেটের ঐতিহাসিক এক জয় পেয়েছে। এমন জয়ে মাঠে সতীর্থদের সঙ্গে নানান কারণে থাকতে না পারলেও দূর থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।

শেষবার যখন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েছিল সেবার দলে তামিম ইকবাল থাকলেও ছিলেন না সাকিব। তার আগেরবার অবশ্য দুইজনই ছিলেন। তখন বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও দেশের ক্রিকেটের সেরা দুই ক্রিকেটারকে ছাড়ায় এবার নিউজিল্যান্ডের মাটিতে বাজিমাৎ। তবে দলের সঙ্গে না থাকলেও ইতিহাস গড়া জয়ে আপ্লুত তামিম-সাকিবরা। যার নেতৃত্বে কিউই দুর্গ ভাঙলো বাংলাদেশ,

সেই অধিনায়ক মুমিনুল হকের কথা আলাদাভাবে দীর্ঘ এক পোস্টে লিখেছেন তামিম, ‘আমি তবু আলাদা করে বলবো একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে,

‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তারপরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সবসময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’