নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সবরকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি ইউনিয়নের ৩০ হাজার ৪৫০ জন নারী ও ৩২ হাজার ২১৪ জন পুরুষসহ ৬২ হাজার ৬৬৪ জন ভোটারের জন্য ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।