জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ করটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিরামহীন প্রচার-প্রচরনা, সভা ও সমাবেশ করছেন (সরকারি সা’দত কলেজর এজিএস) সোহেল আনছারী। দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন ও বিজয়ী হবেন- এমন বিশ্বাস নিয়ে তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যপক গণসংযোগ চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
সোহেল আনছারী জানান, ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। সরকারি সা’দত কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করি। দীর্ঘ এই সময়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও সেটা অব্যাহত রাখবো। আওয়ামীলীগের সহিত কাধে কাধ মিলিয়ে রাজপথে থেকেছি।
প্রতিটা নির্বাচনে দলীয় প্রতিকের সম্মান রক্ষায় ভোটের মাঠে থেকেছি। বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও মন উজাড় করে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করি এবং সফলতা লাভ করি। তিনি বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে দিন রাত বিরামহীন প্রচার-প্রচারনা, গণসংযোগ, সভা-সমাবেশ করে যাচ্ছি।
আমার বিশ্বাস- দল আমাকে এবার মনোনয়ন দেবে এবং জনগণের ব্যপক ভোটে আমি করটিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবো। আর নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো। এছাড়া, ইউনিয়ন পরিষদকে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবো। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন কাজ এগিয়ে নিবো।