নূরুল হক,বিশেষ প্রতিনিধি: কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সূষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হলো মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যান্ত ১৬৫টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৪১১ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩২২ জন। এছাড়া হিজড়া ভোটার ২ জন। গণনা শেষে সর্বশেষ বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আমজাদ হোসেন লাভলু নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীক নিয়ে সন্দীপ ঘোষ ও কলস প্রতীক নিয়ে কাজী আক্তার নির্বাচিত হয়েছেন।
জানাযায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যতেষ্ঠ জড়তা পরিলক্ষিত হয়। প্রথমবারের মতো এ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় ধীর গতিতে শুরু হলেও কর্তৃপক্ষের সুন্দর ও সার্বিক ব্যবস্থপনায় নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণেরে পূর্বে সাধারণ ভোটারের মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোনো ধরনের জটিলতা ছাড়াই নির্দ্বিধায় ভোট দিতে পেরেছেন ভোটাররা। বিশেষ করে তরুণ ভোটাররা ইভিএম নিয়ে বেশ কৌতূহলী ছিল। ৪৮ নং হাজরাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নতুন ভোটার মাহির মোস্তাকিন মাহির বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে বেশ আনন্দ লাগছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আমজাদ হোসেন লাভলু ৫৮৯০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৫২৯২৬ ভোট ও ঘোড়া প্রতীক নিয়ে মোঃ মিকাইল হোসেন পেয়েছেন ১৪০০ ভোট। যদিও শেষ মূহুর্তে মিকাইল হোসেন নির্বাচনের ৬দিন পূর্বেই ফারুক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকেন। অবৈধ ভোটের সংখ্যা ১০৮২ টি। মোট ভোট পড়েছে ১১৪৩১২ টি।
অপরদিকে ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ টিউবয়েল প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪৩০৬ ভোট। এ পদে তালা প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম আব্দুল হক পেয়েছেন ২৯৭৮৩ ভোট। চশমা প্রতীক নিয়ে মনজুর আক্তার পেয়েছেন ২৮৪৫২ ভোট এবং টিয়াপাখি প্রতীক নিয়ে ডিএম শরিফুল ইসলাম পেয়েছেন ১০৩১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কাজী জলি আক্তার কলস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪২৭৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বির হলো হাঁস প্রতীক নিয়ে আমেনা খাতুন ২২৪৯৭, ফুটবল প্রতীকে সুরাইয়া আক্তার ডেইজি ২২৪২২, বৈদ্যুতিক প্রতীকে মাহবুবা ফেরদৌস পাপিয়া ১৯৭৬৮, প্রজাপতি প্রতীকে জেসমিন আক্তার ৭৭৭২ এবং পদ্মফুল প্রতীক নিয়ে মাজেদা খাতুন পেয়েছেন ৫২০০ ভোট। অবৈধ ভোটের সংখ্যা ৬৪৫। এ পদে ভোট পড়েছে ১২১০৯৮ টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।