আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। বিষয়টি রাজশাহী জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। রোববার (২১ নভেম্বর ) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী,রংপুর,খুলনা ও বরিশাল বিভাগের নৌকা প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
বাঘা উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে ৫নং বাউসা ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফিক , ৬নং আড়ানী ইউনিয়নে পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ৭নং চকরাজাপুর ইউনিয়নে গত বারের নৌকা প্রাপ্তপ্রার্থী বাবুল হোসেন দেওয়ান। দলীয় সূত্রে জানাযায়,
শনিবার (২০ নভেম্বর ) আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে রোববার (২১ নভেম্বর ) বাঘা উপজেলার তিনটি ইউনিয়নের নৌকা প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন। উল্লেখ্য,
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে সারা দেশে ৮৪০টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইউনিয়নগুলোতে বিভিন্ন ধাপে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন কমিশন চতুর্থ ধাপ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে। সারা দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।