অ‌লোক মজুমদার, চিতলমারী প্র‌তি‌নি‌ধিঃ

রাত পোহা‌লেই ভোট।প্রার্থীর কর্মী
সমর্থকরা আ‌ছে টেনশ‌নে কি হয়,কি হ‌বে ভো‌টের ফলাফল?এদি‌কে বৃ‌ষ্টি হানা দি‌য়ে‌ছে র‌বিবার ভোর রাত থে‌কে।প্রকৃ‌তির বিরুপ আচরণে চি‌ন্তিত প্রার্থীরা।‌ এভা‌বে বৃ‌ষ্টি হ‌লে ভোটাররা ভোট কেন্দ্রমূখী হ‌বে তো?
ক‌রোনা মহামা‌রি‌তে স্থ‌গিত ইউ‌নিয়ন প‌রিষ‌দের নির্বাচন ২০‌সে‌প্টেম্বর। বা‌গেরহাট জেলায় প্র‌তি‌টি উপ‌জেলায় ভোট এই‌দি‌নে। ব্যস্ত সময় পার করে‌ছে নির্বাচন অ‌ফিস কে‌ন্দ্রে মালামাল পৌ‌ঁছে দেবার কা‌জে।‌চিতলমারী‌তে সকল প্রিজাই‌ডিং অ‌ফিসার‌দের ১২টার মধ্যে আস‌তে বলা হ‌লেও দুপুর ২টার পর নির্বাচ‌নের ব্যালট থে‌কে শুরু ক‌রে প্র‌য়োজনীয় মালামাল দি‌বে নির্বাচন অ‌ফিস।এ‌তে ভোগা‌ন্তি‌তে পর‌তে হ‌য়ে‌ছে নির্বাচ‌নে দা‌য়িত্বে থাকা কর্মকর্তা সহ সং‌শ্লিষ্ট লোকজন‌দের।
নির্বাচ‌নের প্রচার শেষ হ‌লেও প্রার্থীর সমর্থকরা আজও প্রচারণা চালা‌বে এমনটা বল‌লেন অ‌নেকে।‌নির্বাচ‌নে ভোটার কম উপ‌স্থিত কম হ‌বে এই আশংখা কর‌ছে অ‌নেক প্রার্থীরা।
চিতলমারী‌তে ৭ ইউ‌নিয়‌নে নৌকার প্রার্থীরা আ‌ছে বেশ রিলাক্স মু‌ডে।৪ ইউ‌নিয়‌নে বিনা প্র‌তিদ্বন্দীতায় ‌নির্বা‌চিত ৪‌নৌকার মা‌ঝি।বা‌কি তিন ইউ‌নিয়‌নে চেয়ারম্যান প‌দে নিবাচন হ‌বে।‌চিতলমারী সদর ইউ‌নিয়ন,কলাতলা ও বড়বা‌ড়িয়া ইউ‌নিয়‌নে নৌকার প্রার্থী মোঃ‌নিজাম উদ্দীন,মোঃবাদশা রহমান ও মাসুদ সর্দার ব‌লেন,কেন্দ্র যেমন আমা‌দের প্র‌তি আস্থা রে‌খে‌ছে, তেম‌নি জনগনও আমা‌দের প্র‌তি আস্থা রাখ‌বে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রার্থী‌দের বিজয়ী ক‌রে জন‌নেত্রীর মান রাখ‌বেন।ত‌বে বি‌দ্রোহী প্রার্থী সা‌হেব আলী ফরাজী,মোঃঅ‌হিদুজ্জামান পান্না,আলমগীর সি‌দ্দিকী,মোঃম‌তিয়ার রহমান ব‌লেন সুষ্ট নির্বাচন হ‌লে আমা‌দের বিজয় হ‌বেই।‌নিবাচ‌নে যা‌তে কারচু‌পি না হয় তার জন্য পু‌লিশ প্রসাশন,থানা নির্বাহী কর্মকর্তা,নির্বাচন অ‌ফিসাররের কা‌ছে আ‌বেদন ক‌রে‌ছি ।ভোটার‌দের ভয়ভী‌তি দেখা‌নোর অ‌ভি‌যোগ ক‌রে‌ছে অ‌নেক প্রার্থী।ই‌তিম‌ধ্যে অনেক ইউ‌নিয়‌নে ‌ভোটার ক্যাম্প,কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে মারামারীর ঘটনা ঘ‌টে‌ছে। নির্বচ‌নে স‌হিংস ঘটনা ঘটার সমভবনার কথা ব‌লেন নাম প্রকাশ না করার শ‌র্তে অ‌নেক ভোটার।
নির্বাচন হ‌বে সুষ্ট ,অবাধ ,নির‌পেক্ষ এ কথা বারবার বলছে পু‌লিশ সুপার।‌নির্ভয়ে ভোট কে‌ন্দ্রে যে‌য়ে ভোট দেবার জন্য জনগন‌কে অন‌ু‌রোধ কর‌েছে প্রশাসন।মা‌ঠে থাক‌বে রিজার্ভ ফোর্স,আনসার সদস্য,নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট,Rab বা‌হিনী।
নির্বাচন অ‌ফিসার মোঃ আব্দুল ম‌জিদ ব‌লেন,৭ ইউ‌নিয়‌নের ৪‌টি‌তে একক প্রার্থী থাকায় সেখা‌নে সাধারন সদস্য ও সংর‌ক্ষিত ম‌হিলা সদস্য প‌দে ভোট হ‌বে।বা‌টি ৩‌টি‌তে চেয়ারম্যান,সদস্য,সংর‌ক্ষিত ম‌হিলা সদস্য প‌দে নির্বাচন হ‌বে।এ উপ‌জেলায় মোট ভোটার ১লক্ষ ৯হাজার ১৭৭জন।পুরুষ ভোটার ৫৬০৭৫জন ম‌হিলা ভোটার ৫৩১০১জন ও তৃতীয় লি‌ঙ্গের ভোটার ১জন। ৭ ইউ‌নিয়‌নে ৬৩কে‌ন্দ্রে ভোট হ‌বে ৩০২‌টি বু‌থে।