মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৫ জন, জাকের পার্টি মনোনীত ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন এবং স্বতন্ত্র ১৬ জন। চেয়ারম্যান পদে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার (১৭ই অক্টোবর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলার নির্বাচন অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ধর্মগড় ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত ১ জন, জাকের পার্টি ১ জন এবং স্বতন্ত্র ৪ জনসহ ৬ জন, নেকমরদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, জাকের পার্টি
মনোনীত ১ জন এবং স্বতন্ত্র ৩ জনসহ ৬ জন, লেহেম্বা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগে মনোনীত ১ জন, জাকের পার্টি ১ জন এবং স্বতন্ত্র ৬ জন সহ ৮ জন, কাশিপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত ১ জন, স্বতন্ত্র ২ জনসহ ৩ জন, রাতোর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত ১ জন এবং স্বতন্ত্র ১ জন সহ ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জেলার রানীশংকৈল উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিলের নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।