মনির খান, স্টাফ রিপোর্টারঃ

আসছে ২রা নভেম্বর ২০২১ আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

ইশতেহার ঘোষণায় আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান বলেন তিনি নির্বাচিত হলে পৌরসভা প্রদত্ত সকল নাগরিক সেবাকে জনবান্ধব,দূর্নীতিমুক্ত,স্বচ্ছ ও আধুনিক তথ্য প্রযুক্তিনির্ভর করবেন।
জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ প্রদান কার্যক্রম জনবান্ধব করবেন। প্রয়োজনীয়তা বিবেচনায় ওয়ার্ডভিত্তিক উন্নয়ন প্রকল্পে সুষম বন্টন নিশ্চিত করবেন। বয়স্ক, পঙ্গু, মাতৃকালীন,বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাসহ সকল ভাতা প্রদানে স্বচ্ছতা, ন্যায্যতা ও অগ্রাধিকার ভিত্তিক বন্টন নিশ্চিত করবেন।
২০২৩ সালের মধ্যে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ও ২০২২ সালের মধ্যে পুরাতন ড্রেন সংস্থার করার প্রতিশ্রুতি দেন এবং পৌরসভা বাজার এলাকায় ২০২২ সালের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা সুপেয় পানির ব্যবস্থা করা, পাবলিক টয়লেট স্থাপন করা, বাজারের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা,পৌর এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাদকমুক্ত পৌরসভা উপহার দেওয়া, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সচেতনতামুলক ক্যাম্পেইন ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
ওয়ার্ডভিত্তিক নতুন পাকা সড়ক ও পুরাতন সড়ক সংস্থার করা,সকল ওয়ার্ডে সড়ক বাতি স্থাপন করা, পৌর এলাকায় বিভিন্ন সড়ক, সেতু, কালভার্টের নামকরণ নড়াইল জেলার ক্ষণজন্মা কৃতি সন্তানদের নামানুসারে নামকরণ করা ও তাদের সংক্ষিপ্ত জীবনী নাম ফলকের স্থানে তুলে ধরার সুব্যবস্থা করা,স্বচ্ছ পরিকল্পনার মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপন করা, বাসাবাড়িতে পৌরসভার মাধ্যমে সুপেয় পানির লাইন স্থাপনে পদক্ষেপ গ্রহণ করা, ২০২২ সালের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কসাইখানা নির্মাণ করা, সকল কাঁচা বাজারের উন্নয়ন ও সম্প্রসারণ করা, ২০২২ সালের মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে বাস স্টেশন, হাট-বাজার ও জনবহুল স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও জরাজীর্ণ পাবলিক টয়লেট সংস্থার ও সুব্যবস্থা করা, পৌর এলাকার বর্জ্য পরিবেশ বান্ধব স্থাপনা তৈরি করা, বাসা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের গাড়ি বরাদ্দ বাড়ানো, পৌরকরের বিপরীতে নাগরিক সেবা নিশ্চিত করা।
লোহাগড়া উপজেলার মুক্তিযুদ্ধের বিরত্বগাঁথাকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত স্থানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন সভা/সমাবেশের জন্য একটি পাবলিক হল নির্মাণ করা।
বিভিন্ন জাতীয় দিবসে পৌরসভা পক্ষথেকে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, পৌরসভার পক্ষ থেকে নড়াইল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে জারিগান, কবিগান যাত্রাপালার আয়োজন করা এবং ক্রীড়াঙ্গনের সকল নাগরিকের চাহিদা মেটানো সহ লোহাগড়া নড়াইল -২ আসনের সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থা ও ভালবাসার ঠিকানা মাশরাফি বিন মুর্তজা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে লোহাগড়া পৌরসভাকে একটি আধুনিক, ডিজিটাল অপরাধমুক্ত, মাদ জজক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসাবে লোহাগড়া পৌরসভাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় এবং পৌরবাসির আস্থা ও ভালবাসার প্রতি শ্রদ্ধাশীল হয় আগামী ২ নভেম্বর সারাদিন দল মত নির্বিশেষে দলের সার্থে কোন বিভেদ নাই পৌরসভার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।