মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: আসছে আগামী (২৩ ডিসেম্বর) ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
১২ ইউপি তে যারা মনোনয়ন (নৌকা) পেয়েছেন তারা হলেন,১ নং নলদী ইউনিয়নে মো.আবুল কালাম আজাদ (পাখি),২নং লাহুড়িয়া ইউনিয়নে মোসাঃফাতেমা খানম, ৩ নং শালনগর ইউনিয়নে মোঃলাবু মিয়া,৪ নং নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সি জোসেফ হোসেন, ৫ নং লক্ষীপাশা ইউনিয়নে কাজী বনি আমিন, ৬ নং জয়পুর ইউনিয়নে মোঃসাইফুল ইসলাম সুমন, ৭ নং লোহাগড়া ইউনিয়নে নাজমিন বেগম, ৮ নং দিঘলিয়া ইউনিয়নে নীনা ইয়াসমিন,৯ নং মল্লিকপুর ইউনিয়নে শাহিদুর রহমান সহিদ, ১০ নং কোটাখোল ইউনিয়নে হাচান আল মামুন, ১১ নং ইতনা ইউনিয়নে শেখ সিয়ানুক রহমান,এবং ১২ নং কাশিপুর ইউনিয়নে শেখ মো.মতিয়ার রহমান।
এর আগে গত ১০ নভেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এরপর লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে মোট ৯৩ জন আ.লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বর উক্ত ইউনিয়ন গুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।