মোঃহিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। নির্বাচন শুরু হওয়ার আগ মুহুর্তে অনেক কেন্দ্র ঝুকিপূর্ণ মনে হলেও শেষ পর্যন্ত শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮ ইউপিতে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা গেছে,বেশিরভাগ ইউপিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নের ২টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা)আর বাকি ৬ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং ভায়না ইউনিয়নে মো: নাজমুল হুদা তুষার আলী ২ নং জোড়াদহ ইউনিয়নে মো: জাহিদুল ইসলাম(বাবু মিয়া) চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ৩ নং তাহেরহুদা ইউনিয়নে মুনজুর রাশেদ (ঘোড়া-স্বতন্ত্র) ৪ নং দৌলতপুর ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ (টেবিলফ্যান-স্বতন্ত্র) ৫ নং কাপাশাটিয়া ইউনিয়নে শরাফত দৌলা ঝন্টু(আনারস-স্বতন্ত্র) ৬ নং ফলসি ইউনিয়নে এডভোকেট মো:বজলুল রহমান রহমান(মটরসাইকেল-স্বতন্ত্র) ৭ নং রঘুনাথপুর ইউনিয়নে মোঃ বসির উদ্দীন(আনারস-স্বতন্ত্র) ৮ নং চাঁদপুর ইউনিয়নে মোঃ কামাল হোসেন (আনারস-স্বতন্ত্র) বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর উল্লাহ বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।