চট্টগ্রামের তিন উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদে বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন মঙ্গলবার (৪ জানুয়ারি) এতথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর হোসাইন জানান, পঞ্চম দফায় চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার ২৪টি ইউনিয়নে নির্বাচন হবে। সুষ্টুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। টহলে থাকবে বিজিবি ও র‌্যাব সদস্যরা।

চট্টগ্রামের তিন উপজেলার ২৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে আনোয়ার উপজেলার ১০ ইউনিয়নে ভোটার আছেন ১ লাখ ৯৫ হাজার ৪৫০। বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৮ এবং চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার রয়েছে ৯৭ হাজার ৮১৫ জন।