দেশের আইনজীবীদের সনদ প্রদান এবং সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৫ মে) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; বিকেল ৫টা পর্যন্ত একযোগে সারা দেশের দেওয়ানী আদালতসমূহে এই ভোটগ্রহণ চলবে। প্রায় ৫১ হাজার আইনজীবী ভোটার এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বার কাউন্সিলের ১৪ জন সদস্য নির্বাচনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানী আদালত প্রাঙ্গণে একটি করে ভোট কেন্দ্র রয়েছে।
প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে সাধারণ আসনে সাত জন এবং গ্রুপ আসনে সাত জন সদস্য নির্বাচিত হবেন। গ্রুপ আসনের ক্ষেত্রে স্থানীয় আইনজীবী সমিতির আইনজীবীদের মধ্য থেকে সাত জন সদস্য নির্বাচিত হবেন।
এছাড়াও বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালতগুলোর প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনে মূলত সরকার সমর্থক সাদা প্যানেল ও বিএনপি সমর্থক নীল প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ৭টি সাধারণ আসনের প্রার্থীরা হচ্ছেন, সৈয়দ রেজাউর রহমান, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম (বুদু), মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) ও মো.নজরুল ইসলাম খান।
বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিভাগের স্বাধীনতার ভারসাম্য রক্ষায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আইনজীবীদের আইন পেশায় টিকিয়ে রাখতে বার কাউন্সিলকে দায়িত্ব পালন করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।