মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী বৃহস্পতিবার কালপোহা গ্রামের দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় বিজয়ী তালা মার্কার মেম্বর সায়েম ওরফে সোহেল মেম্বর একই ওয়ার্ডের পরাজিত ফুটবল মার্কার মেম্বর প্রার্থী শাহাদাত মেল্লার দুই সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে।

এতে তিনজন আহত হয়। আহত হারুন সেখ (৬০) এর অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রাতেই ওই পক্ষ ৯৯৯য়ে কল করলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে সায়েম আহম্মদ মেম্বর, তার ভাই উজ্জল শেখ, রেজাউলসহ ৫জন কে আটক করে থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাত থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়ন রয়েছে।

এলাকা বাসী সূত্রে জানাগেছে, ১৫জুন বুধবার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। ১৬জুন নির্বাচন পরবর্তী নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ৬নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থীর মো. সায়েম ওরফে সোহেল মেম্ব্র ও তার ভাই উজ্জল ও রেজাউলের নেতৃত্বে শতাধিক লোকজনের একটি দল রাত আনুমানিক সাড়ে ১১টায় পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থক কালপোহা গ্রামের কালাম মোল্যা ও বাসার মোল্যার বাড়ি ঘর ভাংচুর করে। পরে উভয় পক্ষে মধ্যে রাতেই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতেই পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আইি খায়রুল আলম জানান, এ বিষয়ে শুক্রবার মধুখালী থানায় আব্দুল সালাম মাস্টার বাদী হয়ে সায়েম ওরফে সোহেল মেম্বরসহ ৯জন এবং অজ্ঞাত আরো ১৮০জনের কে আসমী করে মধুখালী মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় সায়েম আহম্মদ, নুরুল ইসলাম উজ্জল, রেজাউল করিম, সোহেল সেখ, সালাউদ্দীন এবং মনিরুলসহ ৬জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ঘটনাস্থলে প্রয়োজনীও পুলিশ মোতায়েন রয়েছে।