অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনে আইনী সংস্কারের প্রস্তাব দেয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)।

সোমবার (১৩ জুন) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের ফলোআপ বৈঠক ছিল এটা।

ইসির সঙ্গে সাক্ষাতের বিষয় তুলে ধরে তিনি বলেন, আমরা চাই যেটা সবাই চায়, দেশবাসী যেটা চায়-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়। এই বিষয়গুলো একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়ে কতগুলো প্রস্তাব করেছি।

যার মধ্যে অন্যতম হচ্ছে- নির্বাচনকালীন সরকার তার চরিত্র কী হবে, আচরণ কী হবে, গঠন কী রকম হবে। তবে এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব ইসিকে তুলে দেইনি। আমরা বলেছি, যেহেতু সবার প্রত্যাশা বা উদ্বেগের জায়গা,

সেই দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন কমিশন যেভাবে মনে করে, একটা নির্বাচনকালীন সরকারের আচরণ কী রকম হওয়া উচিত, তাদের চিন্তা ভাবনা প্রসূত পরামর্শ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে পারে। প্রয়োজনীয় যাবতীয় আইন সংস্কার করার প্রস্তাব করতে পারে।