দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকেই ভোট গ্রহনের কথা থাকলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি।
খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮হাজার ৫৬০ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।
অসুস্থতাজনিত কারনে খানসামা উপজেলা চেয়ারম্যান মো. আবু হাতেমের মৃত্যুতে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়। শূন্যে থাকা এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় সচল রাখতেই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন শফিউল আজম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে লড়ছেন শহিদুজ্জামান শাহ্,
মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান ও উড়োজাহাজ প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন গোয়ালডিহি ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিন।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অনেক প্রার্থীরা। সচেতন মহল মনে করেন, প্রশাসন ও প্রার্থীদের যৌথ প্রয়াসে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতা,
অরাজকতা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সোচ্চার রয়েছে তিনি আরো বলেন নির্বাচন শতভাগ সুষ্ঠ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি সেন্টারেই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।