নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১১২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা) পেয়েছেন ৬৯১৮।
প্রাপ্ততথ্যে আরও জানা যায়, বিভাজন জটিলতা কাটিয়ে ১৫ই জুন বুড়ইল ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ভবেশ চন্দ্র সরকার (ঘোড়া প্রতীক) ৩৯২৯ ভোট, আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন মন্ডল (নৌকা) ১৮৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আহসানুল হক (মোটরসাইকেল) ৪৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন হিমেল (আনারস) ২৪৯ ভোট পেয়েছেন।
নড়াইলের লক্ষীপাশায় বিদ্যুৎ মিটার টেম্পারিং এর নামে অর্থ বাণিজ্যের অভিযোগ
ভোটগ্রহন চলাকালে কোথাও কোনো অপপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।
ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন। ২৪ হাজার ৬৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম।
উল্লেখ্য, বিভাজন জটিলতা কারনে বুড়ইল ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল, অবশেষে উক্ত ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।