বিশ্বজুড়ে বেড়েছে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার। ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনার নতুন এই ধরনটি। পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখা দিয়েছে করোনার প্রকোপ।

এদিকে, বাদ পড়েনি বাংলাদেশও। দেশে ইতিমধ্যে ৭ জনের শরীরে মিলেছে ওমিক্রনের সন্ধান। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা সংক্রমণ বাড়লে স্কুলগুলো হয়তো চালু রাখা সম্ভব হবে না।

সেই কারণে অনলাইন শিক্ষাটা যাতে প্রত্যেক ঘরে পৌঁছায়, সেই ব্যবস্থা নিতে হবে।’ আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রমটা চালু রাখতেই হবে। কারণ করোনা কখনো বাড়ছে, কখনো কমছে। আমরা সবসময় লক্ষ্য করেছি, শীতে এর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজেই, এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতিটা নিতে হবে।’