জাতির পিতার খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকলেও দেশটি তাকে ফেরত না দিয়ে লালন পালন করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানবাধিকারের প্রশ্ন তোলে তারাই খুনিদের রক্ষা করছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি প্রশ্ন রেখে বলেন, আমাদের মানবাধিকার কোথায়? তার কি জবাব আমরা পাব?

শেখ হাসিনা বলেন, আজকে যেসব দেশ মানবাধিকারের প্রশ্ন তোলে আমাদের স্যাংশন দেয় তারা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। এই খুনি রাশেদ, এই রাশেদ ছিল কমান্ডিং অফিসার।

“মিন্টো রোডে যে অপারেশন হয়, সেই অপারেশনে কমান্ডিং অফিসার ছিল এই রাশেদ। সেই ওখানে যায়। রাশেদ এবং শাহরিয়ার এদের নেতৃত্বে সেখানে যায় এবং মাজেদ।”

“মাজেদকে আমরা আনতে পেরেছি। কিন্তু রাশেদকে বারবার আমেরিকার সঙ্গে আমরা কথা বলেছি। এখনো তাকে তারা দিচ্ছে না। তাকে তারা লালন-পালন করে রেখে দিচ্ছে।… আর নূর কানাডায়।”

বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

অনেক বাধা পেরিয়ে সেই মামলার রায়ে দণ্ডিতদের মধ্যে এ পর্যন্ত ছয় জনের ফাঁসি কার্যকর হলেও পাঁচ খুনি এখনও রয়েছে অধরা। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

কলমকথা/এমএনহাসান