দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ায় অনুষ্ঠিতব্য জনসমাবেশে বক্তব্য রাখা ছাড়াও প্রধানমন্ত্রীর সফরে ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। সফরের অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সফরের দ্বিতীয় দিন কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করবেন। এরপর তিনি নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

কোটালীপাড়ার জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তোরণ ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দীর্ঘ সাড়ে চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়া পৌর এলাকায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র বলয়।