মামলা দ্রুত নিষ্পত্তির মধ্য দিয়ে দেশের প্রতিটি মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দার এ সময়ে দেশের অর্থনীতি এখনও ভালো জানিয়ে দেশবাসীকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যতক্ষণ আছি কাজ করে যাব, তবে আমি চাই, সব মানুষই যেন ন্যায়বিচারটা পায়। দ্রুত মামলাগুলো যেন নিষ্পত্তি হয়। একটা স্বচ্ছতা, জবাবদিহিতা যেন সৃষ্টি হয়। সেই পরিবেশটা যেন থাকে। সেটাই আমরা চাই।

‘আমরা তো আইন প্রণয়ন করি। আপনারা (বিচারক) আইন ব্যবহার করেন। কাজেই সেখানেও যখন যেটা হয়, আমরা সংশোধন করি, আরও উন্নত করি। যা-ই করি, মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে।’

তিনি বলেন, ‘আমি যতক্ষণ আছি, এটুকু বলব, বাংলাদেশে আমাদের মানুষ যেন অন্তত আইনের শাসন পায়, সঠিক বিচার পায়। তাদের স্বার্থে এই জুডিশিয়াল সার্ভিসের জন্য যা যা করণীয়, তা আমরা করে দেব।’

সারা দেশে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ই-জুডিশিয়ারি চালু করা গেলে মামলা ব্যবস্থাপনায় আরও গতি আসবে। বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রতিষ্ঠা আমরা করে দেব…সেই সঙ্গে একটা আইনি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব। আমি মনে করি যে, সর্বক্ষেত্রে ট্রেনিংটা একান্তভাবে দরকার।’

তিনি বলেন, ‘এখন এই সময়টা আসলে অর্থনৈতিক মন্দা যেহেতু সারা বিশ্বব্যাপী, তার একটা ধাক্কা আমাদের আছে। তাই আমি বলতে পারি না যে, এক্ষুণি করে দিতে পারব, তবে আমার ইচ্ছে আছে আমাদের এই জুডিশিয়ারি সার্ভিসটাকে আরও আধুনিক, যুগোপযোগী এবং অ্যাকাডেমি বা যা-ই করব, তা আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন হয়, যাতে বিশ্ব থেকে কেউ এসে দেখতে পারে। আমরা যেমন বিদেশে পাঠাব ট্রেনিংয়ের জন্য, বিদেশ থেকেও যেন আমাদের এখানে আসে, সেই ধরনের করেই আমি করতে চাই।’

করোনাভাইরাসের অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট মন্দা পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাস অতিমারির কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আমাদেরও কৃচ্ছ্রতা সাধন করতে হচ্ছে। অনেক কাজ এখন আমাদের একটু কমিয়ে ফেলা হচ্ছে। কারণ সারা বিশ্বের তো এই দুরাবস্থা।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলতে তা নিয়েও আলোচনা ছিল সরকারপ্রধানের কণ্ঠে।
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সঙ্গে স্যাংশন, পাল্টা স্যাংশন (নিষেধাজ্ঞা)। আমেরিকার এই স্যাংশনের কারণেই আমাদের যে পণ্য, বিশেষ করে যেগুলো বিদেশ থেকে আমাদের আনতে হয়, কিনতে হয়, সেগুলোর এত বেশি দাম বেড়ে গেছে; জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে। ভোজ্যতেলের মূল্য বেড়ে গেছে। গম, চিনি, সার—যা যা আমাদের কিনতে হচ্ছে, ভুট্টা যে আমাদের কিনতে হয় বিদেশ থেকে, সেগুলোও কয়েক গুণ বেশি; মুদ্রাস্ফীতি সারা বিশ্বব্যাপী।

‘উন্নত দেশ ধনী দেশ, তারাও নিজেদের এখন অর্থনৈতিক মন্দার দেশ ঘোষণা করে দিয়েছে, তবে বাংলাদেশটা এখনও আমরা ওই অবস্থায় পৌঁছায়নি। সে কারণেই আমি সবাইকে আহ্বান করেছি, যার যেখানে যতটুকু জায়গা আছে, যে যা পারবেন, অন্তত উৎপাদন বাড়ান, যেন আমাদের খাদ্য বা অন্য কোনো কারণে কারও কাছে হাত পেতে চলতে না হয়। জ্বালানি তেল হোক, ভোজ্যতেল হোক, বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ আমাদের কথা ছিল সব ঘরে ঘরে পৌঁছে দেয়ার, আমরা কিন্তু সেটা দিতে পেরেছি, কিন্তু এই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

সারা দেশের আদালত ভবনগুলোর উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিচার করবেন, যারা বিচার চাইতে আসবেন, সবাই যেন একটা সুস্থ পরিবেশ পায়। ভালোভাবে থাকলে, ভালো পরিবেশ পেলে পরে চিন্তা করারও একটা সুযোগ হয়। কাজেই একটা সঠিক চিন্তা করেই কিন্তু বিচারটা করতে হয়। এটা একটা কঠিন কাজ। কাজেই সেই কাজটা যেন সহজভাবে হয়, তার ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব।

‘এ জন্য ৬৪ জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৮ থেকে ১০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩৪টির কাজ শেষ; আরও ৭টি সমাপ্তির পথে। তা ছাড়া সব জেলারগুলো উন্নতি করে দিচ্ছি। জেলা জজ আদালতে এজলাস সংকট নিরসনে ২৮টি জেলায় জজ আদালত ভবন যেগুলো তিন তলা, সেগুলো চার তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী করে দেয়া হয়েছে।’

অবশিষ্ট ভবনগুলোর উন্নয়নেও প্রকল্প নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিচারকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্যের দিকটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব যখন সন্ত্রাস-জঙ্গিবাদে একেবারে বিধ্বস্ত, বাংলাদেশে কিন্তু মাত্র একটা ঘটনাই ঘটতে পেরেছে।

সেই হোলি আর্টিজান। তারপর থেকে কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রত্যেকেই সতর্ক। আর কোনো ঘটনা এমনভাবে ঘটতে দিইনি আজ পর্যন্ত, ঘটতে পারেনি।’ আদালতেও সন্ত্রাসী হামলা হওয়ায় বিচারকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘রায় দিয়ে যখন ঘরে ফিরতে যান, যেকোনো সময় তাদের ওপরে হামলা হতে পারে। সেটা যাতে না হয়, সে ব্যাপারে কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে…কিছু ব্যবস্থা আমরা নিয়েছি। সামনে আমাদের আরও পরিকল্পনা আছে, সবাই যেন নিরাপদ থাকতে পারেন সে জন্য।’

সন্ত্রাসবিরোধী মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ বা সন্ত্রাসী কার্যক্রম—এটারও কিন্তু ধরন পাল্টে যাচ্ছে। এখানেও কিন্তু সাইবার ক্রাইমটা সব থেকে বেশি। তার জন্য আমরা আইনও করেছি। অনেকে এর বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু বাস্তবতা হলো এটা আমাদের একান্তভাবে প্রয়োজন। এই কারণে যে এখন কিন্তু আগের মতো যুদ্ধ আর মল্ল যুদ্ধ তো হয় না।

‘এটাও বোতাম টিপে হয়, এখন তো ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। যুদ্ধও ডিজিটাল পদ্ধতিতে, ক্রাইমগুলোও এ ধরনের পদ্ধতিতে হয়ে যায়। এমনকি ট্রেনিং পর্যন্ত। কারণ অনলাইনে ট্রেনিং দেয়া হয় কীভাবে বোমা বানাবে, কীভাবে মানুষ খুন করবে—সেগুলো শেখানো হয়।’

তিনি বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলাগুলোর দ্রুত বিচার সম্পন্ন হলে পরে তখন যারা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হয় তারা আর হবে না।’

নিজের বাবা-মা হত্যার বিচার পেতে ৩৫ বছর অপেক্ষার যন্ত্রণার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমিও চেষ্টা করে যাচ্ছি একটি মানুষ ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কেউ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে না। প্রতিটি মানুষের জীবনমান যেন উন্নত হয়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি। নইলে যতবার আমার ওপর আঘাত এসেছে, সব তো মামলাও করতে পারিনি।

‘অনেক ক্ষেত্রে মামলা করারও সুযোগ ছিল না তখন। কারণ বিএনপি-জামায়াত জোটের সময় আমরা মামলা করতে পারিনি। অনেক মামলা পেন্ডিং ছিল। সেগুলো একে একে আপনারা নিষ্পত্তি করে দিচ্ছেন। দোষীরা সাজা পাচ্ছে।’

দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়ার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও দূরদর্শিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। উঠে আসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বদলে যাওয়া রাজনীতি এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নিজের ছয় বছরের শরণার্থী জীবনের দুঃখ-দুর্দশার কথা।

শেখ হাসিনা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) যদি বেঁচে থাকতেন ১০ বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারত।’

১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত মোট ২৯ বছরের এই সময়কালকে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এই সময়গুলোতে বাংলাদেশের মানুষের জীবনে শুধু অন্ধকারই নেমে এসেছে। কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো অগ্রগতি সাধিত হয়নি। বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যেন তখনও ওই পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে রয়ে গেছে।’

জাতির পিতা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধী বা যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়েও নানা বাধা, প্রতিবন্ধকতা আসে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।

তিনি বলেন, ‘শুধু দেশে না, অনেক অনেক বড় বড় দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও এই বিচারে অনেক বাধা দেয়ার চেষ্টা করে।

কেউ কেউ তো সরাসরি টেলিফোনে আমার সঙ্গে কথাও বলে, কিন্তু যারা মানবাধিকার লঙ্ঘনকারী, তাদের বিচার হবে না…তাদের শুধু আমি একটা কথা বলেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল, তাদের বিচার তো এখনও চলছে।

তো বাংলাদেশে মানুষের ওপর যারা এ রকম অত্যাচার করেছে, আমার মা-বোনদের ওপর পাশবিক অত্যাচার করেছে, তারা এভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার হবে না কেন? এ ধরনের চাপ কিন্তু সবসময় ছিল। তারপরেও এই যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু আমরা করতে পেরেছি।’