বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ইউনেস্কো মহাপরিচালক অড্রে অ্যাজুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব এখন মহামারি থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলছে।
বিশ্ব নেতাদের আমি অনুরোধ করবো আসুন এই মুহূর্তকে কাজে লাগাই, বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলি। শেখ হাসিনা বলেন, ইউনেস্কোর অর্জনগুলোকে উদযাপন করতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী একটি অন্যন্য মুহূর্ত।
এছাড়াও শতবর্ষ পূর্ণ হওয়ার পথে পরবর্তী ২৫ বছরে সংস্থার কার্যক্রমগুলোকে গভীরে থেকে দেখা এবং পুনর্বিবেচনা করার গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, মহামারির বিপদ আমাদের প্রাণ কেড়ে নিয়েছে এবং জীবনকে বদলে দিয়েছে। এটি আমাদের উদ্ভাবনী কাজ এবং গতির মাধ্যমে টিকে থাকা শিখিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।