যশোরের মনিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে জনপ্রনিধিদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর (শনিবার) চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আঃলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল হালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব স্বপন ভট্টাচার্য এমপি মহোদয়।
এ সময় মাননীয় প্রতিমন্ত্রী বলেন আমরা সকলে আওয়ামীলীগের কর্মী আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো একটি রোল মডেল দেশ হিসাবে বিশ্বের বুকে পরিচিত লাভ করেছে। আমরা গর্বিত আমরা বাংলাদেশে জন্মগ্রহন করেছি আমরা একটা সুদক্ষ নেত্রী পেয়েছি। তাই আসুন আমরা সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে একসাথে কাজ করি।
তিনি আরও বলেন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সকল জন প্রতিনিধিকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা নির্বাচিত হয়েছেন আমি তাদেরকে বলতে চায় আপনারা জনপ্রতিনিধি হয়ে নয় জনগণের সেবক হয়ে থাকবেন তাহলে পরবর্তী সেই জনগণ আপনাকে বিনা স্বার্থে পুনরায় নির্বাচিত করবে। আপনারা দাঙ্গা-হাঙ্গামা করবেন না কোনো দলই সারাজীবন ক্ষমতায় থাকবে না আপনারা সকলে একসঙ্গে কাজ করুন বাংলাদেশকে আর উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলুন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,নবনির্বাচিত চেয়ারম্যন ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলম, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, শ্যামকুড় ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট শিক্ষানবিশ আইনজিবি ইকরামুল কাবির,মেম্বার ইকবাল হোসেন,মোঃ ফজলুর রহমান, মহিলা ইউপি সদস্য রওশনারা রশিদ,ছবিরুন্নেছা ছবি,মহিদুল ইসলাম,মেহেদী হাসান সজল,ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, আবু সাঈদ, সবুজ, জিএম মেহেদী হাসান,আপেল বাপ্পি,
সোহাগসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।