ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বর্তমানে বাঙালি মায়ের পেটে বাস করছে। কিন্তু বাঙালি বোঝে না, মা তাদের জন্য কতটুকু করছে।
সরকারের আয়ের টাকা ভর্তুকি দিতেই শেষ। তারপরও বাংলাদেশের মানুষকে সুখে রাখছে সরকার। জিনিসের দাম কি বেড়েছে মানুষ তা বুঝতে পারে না। এখানে সামান্য দাম বেড়েছে,তাতেই কিন্তু মানুষের মনে অশান্তির সৃষ্টি হয়েছে।
আজকে বাংলাদেশে পেট্রোলের দাম ৯০ টাকা আর লন্ডনে ৩৭০ টাকা। মানুষ তারপরও বুঝতে পারে না কিছু। আমরা যদি গমের রুটি না খাই তাহলে গম আমদানি করতে হবে না।
এতে ফরেন কারেন্সি শর্ট পরবে না। কিন্তু আমরা সবাই গমের রুটি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ৩ মাস গমের রুটি না খেলে কি অসুবিধা হবে। ভোজ্য তেল কম খেলে কি অসুবিধা হয়। এ সব কিছুই তো আমাদের রাশিয়া ইউক্রেন থেকে আনতে হয়।
রাশিয়া ইউক্রেনে যুদ্ধের জন্য সারাবিশ্বে ধ্বস নেমে গেছে। এক কেজি চালের দাম ৫০০ টাকা এমন দেশও আছে।
রোববার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামের মাল্টিপারপাস হলে ধর্ম মন্ত্রনালয় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিতে ইনসেপশন ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।