আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে।

এদিকে, সংগঠন ও প্রতিষ্ঠান থেজক ৫ জন্য এবং ব্যক্তি পর্যায়ে ২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।

এক্ষেত্রে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চু্য়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

কলমকথা/সাথী