দেশে করোনাভাইরাসের প্রতিরোধে এখন পর্যন্ত এক ডোজ টিকা আওতায় এসেছে ১০ কোটি ১ লাখ ৪৭ হাজার ৫৪১ মানুষ। ফলে এক ডোজ টিকা গ্রহণকারীর দিক থেকে ১০ কোটির মাইলফলক ছুলো বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে স্কুল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এক কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ৯৫৫ জনকে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য মতে, বৃহস্পতিবার সারাদেশে এক ডোজ ২ লাখ ৪৭ হাজার ৮৪৩ জনকে এবং দুই ডোজ ৯ লাখ ৯ হাজার ৪২২ জনকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার ২৩ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার , জনসন এন্ড জনসন (শুধু ভাসমান মানুষদের) এবং মডার্নার টিকা।

 

কলমকথা/বি সুলতানা