নিউজ ডেস্ক
রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। প্রেষণে তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এখন পররাষ্ট্র মন্ত্রণালয় শামিম উজ জামানকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আদেশ জারি করবে। শামিম উজ জামান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন।
অপর আদেশে ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) প্রকল্প পরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।