স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। ১৯৭১ সালের এই দিনে সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয় সাধারণ জনতা। শনিবার (১৯ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের নাটমন্দিরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান।
এসময় গাজীপুর জেলা ও মহানগরের মুক্তিযুদ্ধাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত অনুপ্রেরণা ১৯ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।