

২৭ ডিসেম্বর ‘ধ্রুবতারা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছেইএ নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। ২৭ ঙ উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। এই নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৯টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে অনলাইনে।’
বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দু’টি ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে। বহরে নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যগুলোতে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে। কানাডার নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪টি আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এ উড়োজাহাজের রয়েছে HEPA (High-Efficiency Particulate Air) ফিল্টার প্রযুক্তি। যা মাত্র চার মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ।
উল্লেখ্য, বর্তমানে বিমানের বহরে রয়েছে— ৪টি ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি ৭৭৭-৩০০ ইআর, ৪টি ৭৭৭-৩০০ ইআর, ৬টি ৭৩৭-৮০০ , ৩টি ড্যাশ ৮ উড়োহাজাজ। বিমানের ৩টি ড্যাশ উড়োজাহাজ ছাড়া বাকি সবগুলো উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। ১৯টি উড়োজাহাজের মধ্যে ৬টি উড়োজাহাজ বিভিন্ন মেয়াদে লিজে নেওয়া, বাকিগুলো বিমানের নিজস্ব।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।