ঝিকরগাছা প্রতিনিধি:আকিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ (নাভারন) এর উদ্যোগে যশোর অঞ্চল বিড়ি শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ (নাভারণ) এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিড়ি ফ্যাক্টরির ভিতরে সকল বিড়ি শ্রমিকদের কে নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ এর আঞ্চলিক ব্যবস্থাপক (যশোর অঞ্চল), জনাব শান্ত কুমার সাহা এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি: বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা: মোঃ নাসির উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) অনুপস্থিত। বিশেষ অতিথিবৃন্দ: জনাব মোঃ মনিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ ঝিকরগাছা, যশোর।
জনাব মোঃ সেলিম রেজা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ঝিকরগাছা, লুবনা তাক্ষী মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ঝিকরগাছা, মোঃ শাহজাহান আলী চেয়ারম্যান ০৭ নং নাভারন ইউনিয়ন পরিষদ, মোঃ রফিকুল ইসলাম বুলি সাধারণ সম্পাদক নাভারন ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ হারুন-অর-রশিদ সহ সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ, মোস্তফা হাসান ফিরোজ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা ও মায়া বেগম মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, পরবর্তীতে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পরে বিড়ি শ্রমিক সহ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়াও উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতি গভীরভাবে শোকাহত। জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।