দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং টিকিট) টিকিট বিক্রি বন্ধ করা হয়েছিলো। তবে করোনা সংক্রমণ কমে আসায় আজ থেকে ফের স্ট্যান্ডিং টিকিট বা আসনবিহীন টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (৮ মার্চ) থেকে বাসের মতো ট্রেনেও দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।
এ বিষয়ে গতকাল সোমবার (৭ মার্চ) জারি করা এক আদেশে বলা হয়েছে, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য মতে, দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসাথে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।