দশম ইউপির শেষ নির্বাচনে ৮ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে এটিই হতে যাচ্ছে শেষ নির্বাচন। এ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার ৮ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল,

তবে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ভোট হচ্ছে না হাইকোর্টের স্থগিতাদেশের কারণে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

 

কলমকথা/বি সুলতানা