আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামকে করোনা পরবর্তী স্বাস্থ্যগত জটিলতায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে বড় ছেলের বাসায় অবকাশযাপনে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনিও করোনা আক্রান্ত। এরপর বিচারপতির স্ত্রীও করোনা আক্রান্ত হন।

পরে তারা ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। পরে গত ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদার করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরেন।

 

কলমকথা/বি সুলতানা