পাঁচদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবি বিমানবন্দরে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যান। এর আগে সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।

সফরে আমিরাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা ও খাদ্য খাতে সহযোগিতা, আফ্রিকায় ‘কন্ট্রাক্ট ফার্মিং’, অভিবাসী শ্রমিকসহ আরো অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আরব আমিরাত বন্দর ব্যবস্থাপনা, জ্বালানিসহ আরো কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী। দেশটির প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড পতেঙ্গা টার্মিনাল এবং বে টার্মিনাল উভয় জায়গায় কাজ করতে চায়। তবে আরব আমিরাত ও সৌদি আরব পতেঙ্গা টার্মিনাল নির্মাণ করতে চায়। অন্যদিকে বে টার্মিনাল নির্মাণ করতে চায় আরব আমিরাত, সিঙ্গাপুর, সৌদি আরব ও ডেনমার্ক।

 

 

কলমকথা/ বিথী