সংযুক্ত আরব আমিরাতের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার (১৩ ফেব্রুয়ারি) ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে যাত্রা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দূতাবাস-কনস্যুলেট কর্মকর্তা, প্রবাসী কমিউনিটি নেতারা ছাড়াও আমিরাতের বিশিষ্ট ব্যক্তিরা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।