রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ড সীমান্তে জড়ো হচ্ছে লাখো মানুষ। আর তাই ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য এই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে৷
পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷ ইউক্রেন থেকে মেডিকা সীমান্ত পেরিয়ে এলে সড়কের পাশেই দেখা মিলবে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো বাসের৷ বাসটি আগামীকাল পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন৷
সেখানে তাদের খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে৷ গতকাল মঙ্গলবার (১ মার্চ) সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী৷ তিনি বলেন, ‘আমাদের কয়েকটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে৷ হোয়াটস অ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন৷ মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি কারো সহায়তা দরকার সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।