শুভ চন্দ্র শীল – (ঠাকুরগাঁও) পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জে সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলম ও উপজেলা কমিটির অন্যতম নেতা আজাদ মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১০ টায় কমরেড মনসুর ভাস্কর্য চত্বরে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নেতার মোড়ে সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
এসময় সিপিবি পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম, জেলা কমিটির সাবেক সভাপতি ইসমাইল আলী, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাব উদ্দীন,পীরগঞ্জ উপজেলা কমিটির সাবেক সভাপতি এনামুল হক দুলাল, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, পীরগঞ্জ হিন্দু, বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, ন্যাপ পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রকেট, লেখক ও সাংবাদিক অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ,জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরেতা খোদা রানা প্রমূখ।
বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলমের কৃষক-ক্ষেতমজুর ভূমিহীন আন্দোলন ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে তিনি আজীবন পথপ্রদর্শক হয়ে থাকবেন। কমরেড আজাদ মাস্টার মনসুর আলমের সহকর্মী ছিলেন । তিনিও কৃষক-ক্ষেতমজুর ভূমিহীন আন্দোলন মুক্তির সংগ্রাম করে গেছেন ।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলম গত ১১ মে ২০১৯ তারিখে অসুস্থতা জনিত কারনে এবং কমরেড আজাদ মাস্টার গত ১১ মে ২০২০ তারিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।