করোনা শনাক্তের দেশের বেসরকারি ৭৮টি হাসপাতাল ও ক্লিনিক করোনার র্যাপিড এন্টিজেন পরীক্ষার অনুমোদন পেয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
করোনার আরটিপিসিআর টেস্ট করাতে ৫-৬ ঘণ্টা প্রয়োজন হয়। কিন্তু এন্টিজেন পরীক্ষা মাত্র ৫ মিনিটেই করা যায়। বেসরকারি খাতে আরটিপিসিআর টেস্ট করাতে প্রয়োজন হয় ২,৫০০ টাকা। অন্যদিকে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করাতে খরচ হবে ৭০০ টাকা। ইতোমধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে র্যাপিড এন্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।