অসৎ কর্মকর্তাদের হয়রানি ও ঘুস এড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকদের অনলাইনে ট্যাক্স পরিশোধের আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৯ ডিসেম্বর) গুলশানে ‘শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ট্যাক্স পরিশোধের বিষয়ে অনলাইনে বিস্তারিত দেয়া আছে উল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘হোল্ডিং ট্যাক্স দিতে কেউ সিটি করপোরেশনে যাবেন না।
কারণ সব জায়গার মতো সিটি করপোরেশনেও কিছু অসৎ ব্যক্তি আছে। তারা সাধারণ জনগণকে দেখিয়ে দেয় আকাশের যত তারা সিটি করপোরেশনের তত ধারা।
ট্যাক্স পরিশোধ করাটাই কঠিন হিসেবে তারা মানুষকে দেখায়। এর ফলে তারা অবৈধ সুবিধা নেয়। এ কারণে সেই ভোগান্তির মধ্যে না গিয়ে আপনারা অনলাইনে সিটি করপোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন।
অনলাইনে সবকিছু দেয়া আছে। সেখান থেকেই আপনার ট্যাক্স দেয়া বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।