দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় ৯ কোটি ৯১ লাখের বেশি মানুষ। রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জন। রোববার (৬ ফেব্রুয়ারি) দেশে ২ লাখ ৫ হাজার ৬৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে ১৬ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ১৮৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা। গত বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

 

কলমকথা/সাথী