ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো বিলুপ্ত প্রজাতির দু’টি বাটাগুরবাস্কা কচ্ছপ অনায়াসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে। পরীক্ষা-নিরীক্ষার জন্য এবার কচ্ছপ দু’টি নয়াদিল্লির হাতে তুলে দিতে চলেছে ঢাকা।

লখনউ থেকে টাইগার প্রজেক্টের বায়োলজিস্ট শ্রীপর্ণা দত্ত বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া তাদের দু’টি কচ্ছপের পিঠে লাগানো স্যাটেলাইট ট্রান্সমিটার সচল রয়েছে এবং কচ্ছপগুলি শীঘ্রই ভারতে ফিরিয়ে এনে নতুন করে ট্রান্সমিটার লাগিয়ে আবার ছাড়া হবে। বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপের জীবন নিয়ে গবেষণার জন্য গত ১৯ জানুয়ারি ১০টি কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। আগামী বছরের জানুয়ারিতে গবেষণার ফলাফল প্রকাশ করা হবে বলে টাইগার প্রজেক্ট বায়োলজিস্ট শ্রীপর্ণা দত্ত জানিয়েছেন। এদিকে, গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জেলা খুলনার দিঘলিয়ায় ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার হয়। এর সপ্তাহ খানেকের মাথায় পায়রা নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ে আরেকটি স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো বাটাগুরবাস্কা কচ্ছপ। স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো কচ্ছপ দু’টি শিগগিরই ফিরিয়ে নেবে ভারত। গত রোববার (৬ মার্চ) বিকেলে উদ্ধার হওয়া কচ্ছপটি পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।