বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উত্তোলনকারী দেশ রাশিয়ার কাছ থেকে পানির দামে জ্বালানি তেল ক্রয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। এখন তেল কেনা ও লেনদেনে মুদ্রার বিনিময় পদ্ধতি কী হবে তা নিয়ে কাজ করছে সরকার।

সূত্র জানিয়েছে, রাশান প্রতিষ্ঠান রসনেফট প্রতি ব্যারেল ডিজেল মাত্র ৫৯ ডলারে বাংলাদেশের কাছে বিক্রি করতে চায়।

প্রতিষ্ঠানটি চট্টগ্রাম সমুদ্রবন্দর পর্যন্ত এই দরে ডিজেল সরবরাহ করতে রাজি আছে। গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রস্তাব পায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মুদ্রার বিনিময় পদ্ধতি নিয়েও কাজ করতে বলেন। এরপরই সংশ্নিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে পরিশোধিত ডিজেলের দাম প্রায় ১৩৫ ডলার।

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার জ্বালানি তেল রফতানি কমে যায়। ফলে এশিয়া ও আফ্রিকায় পানির দামে জ্বালানি তেল বিক্রির চেষ্টা করছে দেশটি