মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন রাজনৈতিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি,স্কাউটস্,গালস্ গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিশু কিশোর সংগঠন কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। সাড়ে ১১টায় যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, মিলাদ মাহফিল ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা এবং সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।