প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন আজ। এটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। এতে শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। এদিকে, দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন।

বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে, ২০০৯ সালে দেশের বিদ্যুৎ সুবিধা পেত ৪৭ শতাংশ মানুষ। ২০২২ সালে এসে এটি শতভাগে উন্নীত হয়েছে। গত ১৩ বছরে ৫৩ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎসেবা পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।

 

 

কলমকথা/ বিথী