শুধু উপজেলায় নয়, দেশের শিল্প এলাকাগুলোতেও মডেল ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমরা দেশের গুরুত্বপূর্ণ শহর ও শিল্পাঞ্চলে ১১টি মডেল ফায়ার স্টেশন নির্মাণ করবো। এগুলোর কাজ চলছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রংপুর শিল্পাঞ্চলের স্টেশন নির্মাণ কাজ চলছে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্স প্যারেডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে দেশে মাত্র ২০৪টি ফায়ার স্টেশন ছিল।

এই সরকার ক্ষমতায় আসার পর নতুন ২৫২টি ফায়ার স্টেশন করা হয়েছে। বর্তমানে ৪৫৬টি ফায়ার স্টেশন রয়েছে। এই অর্থবছরে আরও ১০৯টি ফায়ার স্টেশন হবে।’