স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ৬৭ শতাংশ মৃত্যুর জন্য অসংক্রামক রোগ দায়ী। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে প্রথম জাতীয় এনসিডি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে,

১০ শতাংশ ডায়াবেটিস ও প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সারে ভুগছেন। নতুন করে প্রতি বছর বি‌ভিন্ন রো‌গে আরও ৫০ হাজার যোগ হচ্ছে। তিনি বলেন, জীবন যাত্রাসহ খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওবিসিটি, অতিরিক্ত তামাক ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের ইত্যা‌দি কারণে এনসিডি বাড়ছে।

এ অবস্থায় এনসিডি প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়া‌নোর কোন বিকল্প নেই। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়‌মিত শারীরিক চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমা‌দের স্বাস্থ্যখা‌তে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বাড়ানো এবং প্রশিক্ষিত জনগোষ্ঠীও প্রয়োজন।

 

কলমকথা/বি সুলতানা